যদি কেউ জগৎ জুড়ে ছড়িয়ে থাকা স্বপ্নের রাজ্য অর্জন করে,
সোনা ও রূপার সব সম্পদ অধিকারী হয়,
তবু যদি অন্তরের সেই আলোর হারিয়ে ফেলে, তবে সে কি শুধুই শূন্যতা পাবে না?
ভুবনের সমস্ত সুখ ভোগ করলেও, যদি মনের গভীরে ব্যথা থাকে,
তাহলে কি সত্যিকারের শান্তি মিলবে?
আত্মা যদি পথ হারিয়ে ফেলে, পথিকের শেষে কোথায় যাবে?
সকল অর্জন তখন মিথ্যে হয়ে যায়, যখন মানুষ নিজেকেই হারিয়ে ফেলে।
লোভে পিষ্ট হৃদয় কখনো সত্যিকারের শান্তি পায় না,
বাইরে যা সবাই দেখে, ভেতরে তবু কান্নার স্রোত বয়ে যায়
মৃত্যুর পর তোমার কী থাকবে?
একবার ভেবে দেখো,
আত্মা বিহীন জীবন শুধুই মরীচিকা, এক ছলনার কারবার।
সত্যের আলো খুঁজে নাও, মিথ্যে মায়া ত্যাগ করো
অন্তরের যে ধন তুমি পাবে, সেটাই তোমার সত্যিকারের সম্পদ।
জগৎ জয় করে লাভ কী, যদি নিজের পরিচয়ই হারিয়ে ফেলো?
আগে আত্মাকে রক্ষা করো; তাহলেই জীবন হবে পূর্ণ ও অর্থবহ।