মায়ার ছায়ায় সাঁতার কাটি, চলে যায় সারাটি দিন,
মনের মাধ্যে আঁকা নানা স্বপ্নের বিনিময়
আমার এই দেহের ছোট্ট খাচায় বন্দি
সত্য কোথায়? খুঁজে ফিরি প্রভাতের আলো।
প্রাণে যে পিপাসা, জানি সে অমৃত,
জাগতিক সুখ তবু ভুলিয়ে দেয় প্রতিমুহূর্তে।
সকাল থেকে সন্ধ্যা খুঁজে ফিরি মুক্তির দিশা,
আনন্দের রঙে মাখা সেই অমোঘ পথ।
সহজে যদি পাই সেই জ্ঞানের ধারা,
মায়ার জালে আর না জড়িয়ে পড়ি।
গভীর সেই তত্ত্বের মোহন আহ্বান,
চিরকালীন মুক্তি, সে কি এ জন্মে হবে ধরা?