সোনার শৃঙ্খল


ধনতন্ত্রের শহর, স্বর্নালী ফাঁদ

মানবতার হৃদয় আহত, রক্তাক্ত হাত

লোভের আধারে ঢেকে গেছে আলো

সুখের আকাশে নেমেছে কালো।

 

মুদ্রার শব্দে চাপা পরে ক্রন্দন

মানুষযেন পুতুল প্রানহীন বন্ধন

ধনের হাসিতে চলছে মানুষের কান্না

ধনতন্ত্রের জয়গান, মানবতার অপমান।

 

স্বর্নের শৃঙ্খলে বাঁধা সুখের পথ

তবু মন জানে, এ নয় সত্যের রথ

মানবতার প্রদীপ জ্বালো উজ্বল শিখা

ধনতন্ত্রের ধুসর ভাঁজে ফুটুক নতুন শিখা।