কান পেতে রও, কিছু কি শুনতে পাও?
পৃথিবীর হৃদস্পন্দন? আমার মায়ের অ-আ উচ্চারন?
যেখানে উড়ে যায় আমার, আমার পিতার, প্রপিতামহের স্বপ্নেরা
রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো
জ্বলে উঠে একটি শিখা, নতুনের
ডানা উড়িয়ে বেজে উঠে প্রানের সুর, একান্তই বাঙালীর
ঐক্য এবং সম্প্রীতির, আমাদের আত্মা গেয়ে উঠে
অক্ষরের বিনম্র ভালোবাসায়, হাজারো শব্দের বর্নমালায়।
অক্ষর, হিংসা ও হতাশার বিরুদ্ধে এক প্রতিবাদী শব্দ
একটি নতুন ভোরে কুয়াশায় স্নাত দূর্বা ঘাসে বাতাসের নৃত্য
আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আত্ম-পরিচয়ের তিলক
অক্ষর আমাদের সীমাহীন অহংকার, উদ্ধত মুষ্ঠি
বাঁধাহীন, বাঁধভাঙ্গা জোয়ারের উচ্ছ্বাস
সীমানাহীন, অসীমের বুকে উদ্যামতা, দ্রোহ আর ঋদ্ধতা
পৃথিবীর প্রতিটি কোণে,
অক্ষরের বর্নমালার আলিঙ্গনে ম্লান হয়ে যায় ধর্ম, জাত-পাত,
কেননা বাঙালি চেতনায় প্রোথিত আমাদের পূর্বপুরুষদের
অমিয় বিশ্বাস।
আমরা এগিয়ে চলেছি হিংসা ও হতাশার বিরুদ্ধে,
ঐক্যের সংগীতে অনুরণিত আমাদের শক্তি,
যেন ধ্রুপদী নৃত্যের ছন্দে মিশে যায় সাহসের প্রতিটি পদক্ষেপ,
স্বপ্নগুলো খুঁজে পায় নতুন ভোরের আলো।