স্বাধীন কণ্ঠের কাব্য


আমি এখন বলবো, সবকিছুই বলতে চাই, যেই যাই বলুক
আকাশে শকুনির হাট বসেছে, গাছেদের জন্ডিস রোগ
বাতাসে নেমেছে বিষাক্ত ব্যাধি মানুষেরা দিশেহারা
আমি এখন বলবো, সবকিছুই বলতে চাই, যেই যাই বলুক।

শিশুর রক্তে আকাশ লজ্জায় লাল, হিংস্র হায়েনার দাপাদাপি
নদীর জল একদিন ছিল সোনালী, আজ কালো রক্তের ধারা
পাহাড়ের কোল আলোছায়ায়, মুখে শোকের পাতার খোঁজ
আমি এখন বলবো, সবকিছুই বলতে চাই, যেই যাই বলুক।

স্বপ্নেরা হারায় দূর বহুদূর, ঘুমহীন রাতের কুয়াশায়
বাতাসের ভাষায় স্বপ্নের বন, আজ মেঘলা রোগের গাঁথা
শাবকদের কুক্ষিগত সুর, গাছে মরা পাতার গান
আমি এখন বলবো, সবকিছুই বলতে চাই, যেই যাই বলুক।

রঙহীন পৃথিবীর প্রান্তরে, আমি এক মুক্ত পরিব্রাজক
এ করুণ কাব্য আমার হয়ে উঠুক এক বহি:প্রকাশ

নির্জন আকাশের নিচে, আমার কথা উড়ে বেড়াক
আমি এখন বলবো, সবকিছুই বলতে চাই, যেই যাই বলুক।

আমি জানি না কেন রক্তের বিনিময়ে গড়ে তোলা ঐ স্বপ্নভূমি
আজও কেন রক্তে রঞ্জিত হয় নিরপরাধ প্রাণের কাব্যগীতি
আমি এখন বলবো, থেমে থাকা নয় আর, গর্জে উঠুক কন্ঠ
যেই যাই বলুক, নীরবতাই আজ সবচেয়ে বড়ো অভিশাপ।