নিঃস্ব যখন আমি এই পৃথিবী থেকে বিদায় নেবো
তখন কোন স্মৃতি কি আমার নামের ডালি সাজাবে?
যখন পৃথিবীর বিশাল মঞ্চে আমার উপস্থিতি শেষ হবে
মেঘের ভিতর দিয়ে কি আমার নাম ভেসে যাবে?
চিরকালীন আকাশের গভীরে আমি কেমন জানি মিলিয়ে যাবো
আমার হাসি, আমার কান্না,
সবই গলে যাবে সাগরের স্রোতে, কোন এক অদৃশ্য ঝড়ে
নীরবতার পাথর হয়ে কি আমার আত্মা ভেসে যাবে?
নাকি মেঘের পর্দায় এক নতুন গল্প আঁকা হবে।
মানুষের হৃদয় কি মনে রাখবে আমার হাসির রেখা?
নাকি পৃথিবীর বুকে আমি হয়ে যাবো এক অমীমাংসিত অধ্যায়।
আমার পদচিহ্ন কি বালির উপর রেখে যাবে কোন চিহ্ন?
নাকি বালির মতো আমিও মুছে যাবো অতীতের পাতায়।
যখন আমি এই পৃথিবীতে থাকবো না
পৃথিবীর সবুজ ফুল এবং বাতাস কি আমাকে মনে রাখবে?
আলো ছড়ানো রোদ কি আমার স্মৃতির দিকে তাকাবে?
নাকি সবই থাকবে একটি দুঃখের কাহিনী, ভুলে থাকার মতো।
যখন আমার শরীর শূন্যতার অরণ্যে হারিয়ে যাবে
তখন কি আমার আত্মায় কোন আলো ঝলমল করবে?
তখনও কি ভালোবাসার গান আমার চারপাশে বাজবে
তখনও কি প্রেয়সীর কণ্ঠে বেজে উঠবে অমৃত ধ্বনি-“তুমিই আমার সব”
নাকি এক গভীর স্রোতে আমি হারিয়ে যাবো কোন এক স্বপ্নের মতো।
এই ভাবনাগুলোর মাঝে আমি নিঃশ্বাস ফেলে
দার্শনিক প্রশ্নে নিজেকে হুমড়ি দিয়ে পড়ি
কিন্তু আমি জানি
আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবো
আমার অনুভূতি
আমার ভালোবাসা
সবই এক নতুন ভোরে উজ্জ্বল হবে।