কাল খুব বৃষ্টি ছিলো, ঝড়ো বাতাসে পাখিরা নীড়েই ছিল
ঘাস ফড়িং এর খেলা আর দেখা হলো না, অবশে বুঁদ ছিলো ভাবনারা
আজ আকাশে মেঘ নেই, বড্ডো খুশী
তাই আজ জানালাটা খুলে দিলাম
উ্ত্তর সাইবেরিয়ার কিছু হিমেল বাতাস আমার চোখে-মুখে
আছড়িয়ে পরলো
আমি দেখতে পেলাম অসংখ্য পাখিদের আনাগোনা।
আগামী দিনগুলিতে
আগামী মাসগুলিতে
আগামী বছরগুলিতে
আমি সমুদ্রের ধারে হেঁটে বেড়াবো
ভেসে বেড়াবো আকাশের নীলে যেমন উড়ে যায় বলাকারা।
তোমরা যে সীমান্ত খুঁটির সেতু নিক্ষেপ করেছ সমুদ্রের ওপারে,
নদীর ওপারে, উজার করেছে অনেকের আবাসস্থল বন-উপবন
এবং সবুজ মাঠকে ব্যাবচ্ছেদ করেছ অবলীলায়
গ্রামকে সংযুক্ত করতে
আর শহরগুলোকে তোমাদের বানাতে,
আমি খোলা জানালা দিয়ে দেখবো তোমাদের গড়া পৃথিবী।
তোমাদের পৃথিবী এখন সরীসৃপের দখলে
ইট-পাথর বাঁধা, লোহা-লক্করে মোড়ানো
যেখানে শকুনিরা খাবলে খায় মানুষের মগজ
গাছপালা, রোদের আলো, বাতাসের শীতলতা
শিশুদের উৎশ্বাস,
বৃদ্ধের বেঁচে থাকার পরন্ত নির্ভরতা পরিবার
আমি খোলা জানালা দিয়ে দেখবো তোমাদের সে বিশ্বসঘাতকতা।
যেখানে বিশ্বাস নেই সেখানে সকালের সজীবতা নেই
দ্রুহের ভালোবাসা নেই, সহানুভূতি নেই, বাতাসের গন্ধ নেই
জোনাকীর আলো নেই, পৃথিবী মরে যায়, গাছের পাতারা ঝরে পড়ে
নিঃশ্বাস ভারী হয়ে যায়।
তাই আমার যাত্রা এখন ভবিষ্যতের দিকে।