দয়া করে আমাকে জয় বাংলার শরনার্থী বলবেন না


আমি ভয়ানক ভাবে ক্লান্ত

জীবন থেকে ঝড়ে গেছে আমার ভাগ্য

বিষাদের দহনে আমি শেষ হয়ে গেছি,

আমার পরিবার ঘর-গেরস্থালী এখন শয়তানদের আস্তানায়,

আমার হৃদয়ে বাথা, আমার চোখ কাঁদে সারাক্ষন

দিদির আর্তচিৎকার কুড়ে খায় আমার অস্তিত্ব

আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে আমাকে জয় বাংলার শরনার্থী বলবেন না।

 

আমার জঠরে বেজে উঠে কামানের শব্দ

চেতনার গলা টিপে ধরে দুষ্ট শকুনিরা, অস্তিত্বহীন আমি

পরিযায়ী পাখির মতো উড়ে চলেছি আমার দেশ থেকে অন্য দেশে

বিরক্ত হৃদয়ে শুনি অনিকেত সময়ের মৃত্যুর নিনাদ

কতোদিন ভালো করে ঘুমোই নি মনে পড়ে না

মায়ের স্মৃতি এখন বিস্মৃতির অতলে গুমরে কাঁদে

আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে আমাকে জয় বাংলার শরনার্থী বলবেন না।

 

কখনোই ভাবিনি এমনটি হবে, হারাতে হবে জীবনের সবকিছু

স্বপ্নের বসন্ত বাতাস থমকে যাবে হায়েনার থাবায়

থেমে যাবে জীবনের যতি, কমা, দাড়ি, সেমিকোলন

আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে আমাকে জয় বাংলার শরনার্থী বলবেন না।