আমার প্রিয় মাকে


তুমিই দেখালে আমায় পৃথিবীর রুপ, রুদালীর ভালোবাসা

শোনাতে মাটির সোঁদা গন্ধে মেঠো পথ ধরে হেঁটে চলা মানুষের

গল্প । ঘুম পাড়ানিয়ার গানে রাতের বাতাস ছড়াতো সুভাষ

একটু কখনো ব্যাথা পেলে তুমি কষ্ট পেতে খুব,

আঁখিতে জলের ধারা, তোমার আঁচলে যেন জীবন আমার

থাকতো বাঁধা। কেউ ভালোবাসেনি কখনো তোমার মতো করে

তুমিই আমার মা, প্রিয় মা, আমাকে করেছ তুমি ঋনি।

 

তুমি সাগড়ের বুকে নেচে উঠা সফেদ উর্মির কলতান

আকাশের বিশালতা, বাতাসের তান, ধলপ্রহরের হিমেল বাতাস

তোমার চরনে অবনতমস্তকে লুটিয়ে পড়ে স্বর্গের কিশোরী

তোমার হাতের পরশে কেঁপে উঠে বিবক্ত মরুভূমি

তুমিই আমার মা, প্রিয় মা, আমাকে করেছ তুমি ঋনি।

 

তোমার অবয়বে ধরা দেয় পৃথিবীর সব সুখ, তুমিই সুরাঙ্গনা

কতোরাত কেটেছে তোমার অনিদ্রায়, আমার অসুখে ব্যকুল

তোমার মতো কেউ কখনো বুকে টেনে নেয় নি পরম মমতায়

দশমাস ছিলাম আমি তোমার জঠরে নাড়ীতে বাঁধা ভয় হীন

তোমার কোলেই খুঁজে পাই হৈমন্তী মলয়ে প্রশান্তির ঘুম।

তুমিই আমার মা, প্রিয় মা, আমাকে করেছ তুমি ঋনি।