যদি পারো আকাশের মতো হও


আকাশ বিশাল সীমানাহীন শেষ হয় না কখনো

ঝরে পড়ে না গাছেদের মতো উদ্যাম কোন ঝড়ে

আহত হয় না পাখিদের মতো নীড়ে না ফেরার ভয়ে

বিষাক্ত বাতাসে যেমন কেঁদে উঠে না ভোরের শিশির।

 

আকাশ অসীমের অসীম, অনন্তের অনন্ততা, অমরত্বে বাঁধা

অতিক্রান্তির উপকূলে, দেবতারা যেখানে সাঁজায় বাগান

যদি পারো তুমি আকাশের মতো হও আত্মার আত্মা

শকুনির মতো নও, যা কুৎসিত, কদাকার চেটে খায় সব।