সবকিছু কেমন নিঁখুত ছিলো, যেন পয়োধীর জলে উর্মির কলতান
কৃষ্ণদ্বাদশীর রাতে ঘুরে বেড়ানো জোনাকীরা
পূর্নিমার রাত আর শব্দের জলসিড়ি, তুমি আর আমি,
ভেসে বেড়াতাম বাতাসের সাথে কোন এক মাধবী রাতে,
তৃপ্তি ছিলো খুব, শ্রাবস্তীর আকাশ
আবেগের রস ছিলো তোমার চোখে, অধরে মদীরা রং
আমার সমস্ত অনুভূতিগুলো থাকতো বাক্স বন্দী
তোমাকে অবাক করবো বলে।
কিন্তু তুমি কখনোই অবাক হতে না
বরং মাঝে মাঝে মনে হতো আমিই ভুল করতাম
থমকে দাঁড়াতাম কখনো সখনো
অবাক হয়ে চেয়ে দেখতাম
তুমি আমার সব কিছু নিয়ে অন্যের হাতে তুলে দিলে অবলীলায়
তাও ভেবেছিলাম ভূল দেখেছি হয়তো
মাঝে মাঝে তোমার চোখে লালসা দেখেছি
চেয়ে থাকতে অপলক, তোমার চোখ ছিলো আবেগহীন।
আমার সাজানো বাগানে নেমে এলো অমবস্যার রাত
এক প্রচন্ড ঝড়ে সব কেমন ওলোট-পালোট হয়ে গেল
তাও আমি ভাবতে থাকি, কোথায় আমি ভুল করেছি?