সংস্কৃতিরা মরে যায় গান থেমে গেলে


চারিদিকে বিবর্ন পান্ডূরতা, উন্মাদ বাতাসেরা

পাখিরা  সব চুপচাপ মানুষেরা হেঁটে চলে

কুঠারের আঘাতে সংকুচিত বন, এলোমেলো গাছেরা

সংস্কৃতিরা মরে যায় গান থেমে গেলে।

 

ঘর-গেরস্থালি ভেস্তে গেছে উঠোনে লেগেছে খরা

সবুজের মাঠ এখন লাল পিঁপড়ার দখলে

শহরে-বন্দরে চলেছে সব পাতাকুড়োনীরা

বিদেশী বাতাস চুমু খেয়ে যায় কিশোরীর চুলে।

 

সময় নেই তোমার একদন্ড বসিবার আমার পাশে

ব্যাস্ত সময় এখন চলছে টিক টক জীবন

কেটে যায় একা একা নিঃসঙ্গ পথে ছদ্মবেশে

বিরান হয়ে যায় বেঁচে থাকার নির্ভরতা বন-উপবন।