তোমার সঙ্গে একা


শীতের তুহিনে ভেজা গাছগুলির মতো একটু একা থাকতে চাই

গভীর আলিঙ্গনে, নিবির মমতায়

একটু চুপচাপ কাটাতে চাই তোমার সাথে এই সাঁঝবেলায়

তোমার নিঃশ্বাস হোক দ্রুপদীয় ভালোবাসায় শিক্ত

তোমার বনলতা কেশ সাঁতার কাটুক আমার চোখে ও মুখে

যতক্ষণ না তোমার হাওয়ায় আমার ফুসফুস দম বন্ধ হয়ে যায়।

 

গাছের পাতারা ঝড়ে পড়ুক, ক্ষতি নাই তাতে, থেমে যাক জীবনের গান

তোমার শাড়ীর আচলের ভাঁজে নেচে যায় যে জোনাকীর আলো

তোমার নয়নের কাজলে খেলে যায় যে শ্রাবনের বারিধারা অধরে গড়ায়

তা থেকে এতোটুকু দাওনা আমায়, ঘুচে যাক জীবনের সব অবসাদ।

 

আমি তোমার সাথে থাকতে চাই, শুধু তোমার সঙ্গে একা।