আমি একদিন খুব বড়ো হবো, অনেক বড়ো
আকাশটাকে আনতে পারবো হাতের মুঠোয়
সাগড়ে বাঁধবো ঘর, বৈকালে ভাসাবো ভেলা
ময়ুরীর সাথে নাচবো কোন বালুকা তটে।
আমি সত্যিই বলছি, পৃথিবীর দিব্যি দিয়ে বলছি
আমি একদিন বলাকা রং মেঘে আবির ছড়াবো
মাছরাঙা রং গায়ে মেখে জোনাকীর সাথী হবো
দোয়েল-কোয়েলের কন্ঠে সমুদ্রের গর্জন শোনাবো।
আমি একদিন খুব বড়ো হবো, অনেক বড়ো
আমি জানি আপনারা তা মানতে রাজি নন
আপনারা ভাবছেন আমি কখনোই সফল হবো না
ক্ষতি নেই তাতে, ভাবনাতে কোন খরচ নেই
কিন্তু তাও আমি অনেক বড়ো হবো, অনেক বড়ো।
স্বপ্নের ভিতরে হামাগুড়ি দিয়ে আমি নম্রদায় যাবো
শীতল জলে ভিজাবো সারা গা, আমার অস্তিত্ব
দেহ, মন, ভালোবাসা, শৈশব আর কৈশরের অপসৃয়মান স্মৃতি
আমি জেগে উঠবো তোমাদের দেয়া অসংখ্য স্বপ্নের খোলস ভেঙ্গে।
আমি বড়ো হবো, অনেক বড়ো
শুধু আমার স্বপ্নরা হারিয়ে যাবে কোন স্বপ্নপুরে।