নিজের মত করেই বেঁচে থেকো


আকাশ, বাতাস, গাছ-পালা, প্রকৃতির নিসর্গতা

বেঁচে আছে নিজের মতো করে

যেমন আপন মহিমায় জলকেচি খেলে হাঁসেরা সব

পূর্নিমার চাঁদ মাধবী রাতে

তোমরাও বেঁচে থাকো নিজের মতো করে

ভয় কি তাতে? হোক না টাক মাথা, বিশ্রী অবয়ব,

কালো গায়ের রং, খস খসে ত্বক কিংবা দ্যূতিহীন চোখ

তোমার কর্মে আর গুনে বেঁচে থাকো আমৃত্যু।