লাল-সবুজের অঙ্গীকার


সোহরাওয়ার্দী উদ্যানে সেদিন নেমে এসেছিলো আকাশের উজ্জল নক্ষত্রটি

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের গাছ-পালাগুলো গর্জে উঠেছিলো মুহুর্তে

দ্রোহ আর ভালোবাসায় সন্মিলিত হয়েছিলো সাতকোটি বাঙ্গালী সৌভাত্রের বন্ধনে

আমাদের আশা, কৃষ্টি, সংস্কৃতি, স্বপ্ন আর বেঁচে থাকার ঐক্যবব্ধ প্রয়াস

শ্রেষ্ট কবির মুখনিঃশৃত শব্দাবলীর বলিষ্ঠ উচ্চারন: “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।

 

ইতিহাসের পাতায় রচিত হলো আরেকটি দিন গর্জে উঠার প্রেরনা

আমাদের অস্তিত্বকে উপলদ্ধি করার, প্রতিশ্রুতি আর সম্ভাবনার দিন।

বাঙ্গালীর বেঁচে থাকার আগ্রহ-মরতেই যদি হয় কুকুরের মতো নয়, মানুষের মতোই মরবো।

আমরা অনাদিক্রান্তি গিরী-শৃঙ্গের মতো উদ্ধত হলাম অসাম্প্রদায়িক চেতনায়।

 

স্বাধীনতা আমাদের বেঁচে থাকার নির্ভরতা লাল-সবুজের অঙ্গিকার।