আম্র ফুলের মঞ্জুরীতে কাজল দীঘায় স্নান করতে
স্বর্ন রোদের শীত সকালে সবুজ ধানের মাঠ পেরিয়ে
কুহক ডকা ঝিলের ধারে বড়শি দিয়ে মাছ ধরতে।
ইচ্ছে করে তোর কোলে মা মাথা রেখে রুপ কথার ঐ
তিন বাঘিনীর গল্প শুনে অনেক দুঃখ ভূলে যেতে
অনেক সময় পার করেছি চোখ দুটি যে ধূলোয় ঢাকা
ইচ্ছে করে মুছে নিতে তিতাস নদীর শুভ্র জলে
পারবি কি মা তোলে নিতে সোহাগ করে দুহাত দিয়ে
যুদ্ধে যাবো যোদ্ধা বেশে তোর স্নেহ মা সঙ্গে যাবে
প্রতিশোধের মন্ত্রগুলো দে জাগিয়ে আবার মনে
ধান শলিকের দেশে আবার আগুন জ্বলুক দুঃসময়ে।
ইচ্ছে করে তোর কোলে মা মুখ লুকিয়ে শুয়ে থাকি
মধুর সুরে গুন গুনিয়ে ঘুম পাড়ানোর গান শুনি
“ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে
বুল বুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে?”