উল্টাটাই চলছে এখানে


যেখানে একসময় মানুষ গাইতো এখন আদ্যক্ষর ডালপালা

আদ্যক্ষর এবং তাদের পরিচর্যাকারীরা আমাদের ভাগ্য নির্ধারণ করে

ভাল, খারাপ, অগাধ কাছাকাছি

আমাদের এই দাসরা এখন স্বাধীনভাবে ঘুরে বেড়ায় যত্রতত্র।

 

যুদ্ধ, ঘৃনা, অপ্রেম, এই ধরনের শব্দে কোন সঙ্গীত নেই

দাসত্বে ভালোবাসা মরে যায়, নদীরা শুকিয়ে যায়

অথচ শোকের বদলে সভ্যতার মানুষেরা আকাশটাকে খাবলে খায়

ধ্রুব তারা খসে পড়ে থেমে যায় সাগরের ঢেউ।