জীবনের সব অবসাদ


আজকে আমি নদীতে গিয়েছিলাম সাঁতার কাটবো বলে

আকাশ ছিলো আমার সাথে, চাঁদ নেমেছিলো গৌধুলীর জলে।

সাথে ছিলো কিছু ফুল, শর্ষের রং, আর রবীঠাকুরের গান

ইচ্ছে করলেই ভেসে বেড়াতাম স্রোতের সাথে উৎপল মন-প্রান।

 

কেউ ছিলো না নদীতে আজ শুধুই ছিলাম আমি

পাখিরা সব গুন্জনে ব্যাস্ত, তাই বেড়েছিলো আমার পাগলামি।

কোথায় যেন হারিয়ে গেলাম কোন সে কল্পনাতে

কোন সে সুরের লাগলো হাওয়া নদীর গৌধুলিতে

আজকে আমি দিব্যি ছিলাম নিজের মনে নির্জনেতে।

সব অবসাদ ভেসে গেলো কোন দিগন্তে।