উড়ে উড়ে আসা আশাগুলো শুয়ে আছে স্বপ্নকে আদর করে
কৃষ্ণবর্ন মেঘগুলো কেমন হয়ে যায় এলো মেলো চুল
গৌধুলির রং হয় আরো গাঢ়ো, নিঃশ্বাসে বাতাবী লেবুর গন্ধ
জীবনের ক্ষতগুলো চাটতে থাকে দক্ষিনা বাতাস
বিলের ঝিলে মাছরাঙা-ফড়িং এর খেলা তোমার প্রতিক্ষায়।
তোমার ফ্রকের গন্ধে নেচে উঠে সাগরের ঢেউ
সবুজ গাছেরা লজ্জায় নিরাপত্তা খুঁজে হিমাগারে
মানুষের হৃদয়ের চেয়ে পাথর অনেক বেশি প্রেমময়
বুঝি না জীবনের কাব্য, কারন
আমরা অন্ধ, দৃষ্টিহীন, যত্ন না করে হাঁটছি।