হেঁটে চলো আঁধারে


কোন এক ভয়ানক ঝড় উড়িয়ে নিয়ে এসেছে

আমাকে কোন সুদূরে

কালো মেঘেরা আনাগোনা আকাশে

সাগড়ের ঢেউয়েরা উঠে আর পরে।

চারিদিকে শুধু নিস্তব্ধতা নুয়ে আছে সব গাছেদের পাতা

কি জানি কি নিয়ে সব নিরন্ত ব্যকুলতা।

দূর্বোর্ধ সব কিছু এলোমেলো যেমন বৈশাখী ঝড়ে

এই অতলের মানে বুঝতে হলে হেঁটে চলো আঁধারে।