রুপশী, দৃষ্টি ফেরাও


রপশী,     বার বার তোমার কাছেই ফিরে আসি

              চাঁদের শোভা দেখায় আমার স্বাদ মিটে না

              সকাল বেলার শিশির ধোয়া শিউলি ফুলের

              রুপ দেখে আর মন ভরে না

              ভাগীরথীর স্বচ্ছ জলে সিনান করে

              তৃপ্তি পাই না, প্রান হাসে না।

 

রুপশী,    তাইতো আমি ফিরে আসি তোমার কাছে

              তোমার চোখের গভীর জলে দিব্যি আমি সাঁতার কাটি

              তোমার বুকে মুখ লুকিয়ে কেমন সুখে হাসতে পারি

              তোমার চুলের জলজ ঘ্রানে কেমন আমি অন্যরকম।

 

রুপশী,    এ বুকেতে তৃষ্ণা বড়, আগুন জ্বালায় মরুভূমি

বারিপাতের নেইকো বালাই

জলহীন তাই ধূসর ধূসর

রুপশী, আমায় তুমি ভূল বুজলে?

ভূল বুঝো না, দৃষ্টি ফেরাও

আলোর দিকে নয়ন মেলে দেখবো না আর।