কারো আশির্বাদের করস্পর্শ


আগে কখনো এমনটি হতো না।

 

ইদানীং যেখানেই যাই না কেন

আমার সঙ্গে হেঁটে চলে এক বাসন্তী ছায়া

আকাশ থেকে নেমে আসে আষাঢ়ের মেঘেরা

তারাও সাথে চলে

দীঘির স্বচ্ছ জল থেকে উঠে এসে কিছু

সোনালী মাছ আমার সঙ্গে সঙ্গে চলে…

 

আমি যেখানেই যাই না কেন

আমার সঙ্গে চলে সমুদ্রের ঢৈউমলা

চোখের সামনে ভেসে উঠে ময়ুরীর নৃত্য…

 

ইদানীং আমি যেখানেই যাই না কেন

আমার সঙ্গে হেঁটে চলে কারো ছায়া

মাথায় দিব্য অনুভব করি

কারো আশির্বাদের করস্পর্শ।