একদিন অন্ধকারের ভেতর যে তমসা
তাকে সমুদ্র ভেবে ভোরের বাতাসে ছুটে যেতাম
দূর্গম পর্বত শিখরে হেঁটে হেঁটে
প্রকৃতির গালে গাল রাখতাম, এবং
মুগ্ধ হতাম
আজ সে সমূ্দ্রও নেই
পর্বতও নেই…
হয়তো কারো কারো হৃদয়ে আছে
সে সমুদ্র এবং পর্বতের মানে।
আজ মাথার উপর ভন্ ভন্ করে দুষ্ট এক মাছি
কারনে অকারনে বসে নাকে আর মুখে
গাল-পিঠ-তালুতে,
মাথারর উপড় বসে বিশ্রী এক গন্ধ
কী লজ্জাহীনভাবে ছেড়ে দেয় একটি প্যাঁচা,
এ মনের আজ কোন মানে নেই,
হৃদয় আজ কোন শব্দের মানে বোঝে না…
আজ আমি আমিত্বহীন শৃন্যে ভাসি।