যুদ্ধের কাব্য


কখনো যুদ্ধ চাইনি আমি

যেমন চায়না পৃথিবীর প্রতিটি শান্তিপ্রিয় মানুষ

কখনো বৃন্তচ্যুত নিহত গোলাপের আর্তনাদ শুনতে চাইনি

যেমন চায়না বাগানের প্রতিটি মলি

যে প্রতিদিন জল ঢেলে গোলাপের পরিচর্যা করে

মৃত্যুকে কখনো সহজে মেনে নিতে পারিনি

বেঁচে থাকার এক মোহনীয় স্বপ্নে

ভেসে বেড়াতাম-

উচ্ছাসে আন্দোলিত হতাম মুহূর্মূহু

 

অথচ ইদানীং এক একবার মনে হয়

যুদ্ধে নামি

মিসাইল-আণবিক-পারমাণবিক

আগ্নেয়াস্ত্রের মতো দুনিয়া ধ্বংসী সব উপকরন দিয়ে

পৃথিবীটা ধূলিসাৎ করে দেই এক লহমায়,

তাবৎ পৃথিবীর সমস্থ গোলাপকে জড়ো করে

বহ্নিদাহনে মেতে উঠি

এবং নিজে হই আত্মঘাতী।