নিজের দেশেই পরবাসী


কোথায় দাঁড়াবো আমি, কোথায় বাঁধিব ঘর

নিজের দেশেই পরবাসী আপন করেছে পর

জন্ম থেকেই দেখে আসছি ক্রূদ্ধ বাংলাদেশ

আমার মায়ের চোখের জলে ভাসছে সারাদেশ।

সবুজ ধানের স্বপ্ন চোখে কেউ দেখে না আর

লাউয়ের ডগায় বিষ্ঠা ছাড়ে লক্ষ হায়েনার

শিশির ধোয়া দূর্বাঘাসে লাগছে মড়ক সবসময়

চলছে দেশে ভীষন খরা মানবতার কি পরাজয়!