অবশেষে তুমি চলে গেলে
চার বছর পরে শেষ হলো তোমার চলে যাওয়া
কৈশরে বৃষ্টি হলে
নদীর কাছে তোমাকে চেয়ে
গাঢ় প্রার্থনায় নত হতাম।
তোমাকে পেতাম না কখনো
এবং আমার নিভৃত বাগানে তাই
ফুটতো রোজ নানা বর্নের অজস্র গোলাপ।
চার বছর পর আমার সেই বাগানে ঝড় তুলে
অবশেষে চলে গেলে
তুমি চলে গেলে এবং আমার ঘর দোর
বারান্দা বগান ঢেকে গেলো অস্বচ্ছ কুয়াশায়।
কুয়াশারা কেটে গেলে দেখি
আমার বাগানে ফুটে আছে ফুল
একটি গোলাপ লাল টক টকে।
তুমি চলে গেলে। ভীনদেশী বাতাস এখন
অবলীলায় তোমার শরীরে তুলে ঢেউ
অনেক গুলো বছর চলে গেলো
আমি দেখেছি তোমার চলে যাওয়া
তুমি চলে গেলে আমি বলিনি কিছুই
আমি শুধু প্রতিক্ষায় আছি
বিধ্বস্ত বাগানে কি ফুটবে লাল কোন ফুল
যেমন হতো কৈশরে তোমাকে না পেলে।