অদিতিকে


ভূমধ্য সাগরের কোলে জেগে উঠে যে সাগর

শীতের তুহিনে ঢাকা স্বপ্নের সাগর

ঘন অন্ধকর ধূসর মরুভূমি থেকে

ভেসে আসে যে সুর লহরী

নন্দনকাননে গোলাপ ঝরার শব্দ

তুমি গোলাপের পরাগ সারা গায়ে মেখে

সাগরের স্বচ্ছ জলে স্নান করে এসো, অদিতি-

তোমার শরীর হোক বাসন্তী রাতের মতো ঝরঝরে

চোখ হোক আরো নীল ঘননীল

চুলে যেন লেগে থাকে ভৈরবীর গন্ধ।

 

রাতের আকাশে যদি ডুবে যায় পঞ্চমীর চাঁদ

একে একে খসে পড়ে সব কটি তারা

ক্ষতি কি তাতে?

জোনাকীর আলো তুলে নিয়ো আঁচলে

শিশির সিক্ত শিউল পড়িয়ো খোঁপায়।

 

জানি, তুমি পাশে এসে বসবে

কচি ঢেঢ়শের মতো করপল্লব পরম যত্নে

হামাগুড়ি দেবে মাথার উপর

নিদ্রাহীন তন্দ্রালো চোখ হবে ঘুমে আচ্ছন্ন।

 

অদিতি, যেওনাকো সরে, কেড়োনাকো ঘুম

এমনি করে বসে থাকো-

                                           থাকো-

অনাদিকান্তি গিরিশৃঙ্গের মতো

যুগ যুগ ধরে।