বহুদিন পর সোহরাওয়ার্দী উদ্যানে বসেছিলাম
এক প্রান্ত বিকেলে
কোলাহর মূখর দিনের ক্লান্তি তখনও কাটেনি
অথচ নগরীর এক উদ্যান তখন মেতে উঠেছে
এক অন্য কোলাহলে-
৭ মার্চ আর স্বাধীনতার উদ্যান আজ আদিম রুপশীদের দখলে
হকার আর দালালদের উৎপাতে
ভীষন ক্রোধে এবং লজ্জায়
ধূলোয় মিশে বাতাসে উড়ে উড়ে যায়
লক্ষ বীরদর্পী সন্তানেরা
ধূসর ঘাসগুলি গলাগলি যায় প্যাঁক কাঁদায়-
হায়রে দেশ! হায়রে অনিকেত সময়!
ইচ্ছে হয় থাপ্পর কসাই সভ্যতার গালে-
এখানে বেশ্যা সময়ের বুকে হামাগুড়ি দেয়
দিবসের উর্দিপরা মোড়ল।