মরুকান্না


তপ্ত ধরিত্রীর উত্তপ্ত বক্ষ ভেদি

গিরি পর্বত সমতল বিদির্ন জনপদ

জ্বল্ন্ত লাভার ভয়াবহ পদচারনা।

অঞ্জলি পাতি হে গগনচুম্বী মেঘমালা

এক পশলা বারিধারা দিয়ে যাক

এক মর্মস্পর্শী শীতলতা।

 

গ্রীষ্মের রৌদ্র প্রহর, তপ্ত বালুকনা

মরুভূমির বুক চিরে নিয়ে আসো

কোন এক মরুদ্যানের সজীবতা।

রুদালীর মর্মভেদী কান্না

তোমার খরতার রুদ্রতায় ভুলে যাক

এই ধরিত্রীর যতো অভিশাপ

জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাক

এ অনাকাঙিত দারিদ্রতা।

উত্তপ্ত বক্ষভেদী তোমার

বয়ে যাক হিংস্র শিহরন

এ ধরিত্রী অট্টহাসিতে ফেটে পড়ুক

স্বপ্নাবিষ্ট অসহ্য মোহতা

চূর্ন-বিচূর্ন হয়ে যাক।

তপ্ত ধরিত্রীর উত্তপ্ত চক্ষু বাহি ঝড়ে পড়ুক

অশ্রুবিন্দুর উত্তপ্ত লাভা।

 

দূর কোন মরুদ্যানের উপত্যাকায়

অঞ্জলি পাতি হে মরুকন্যা।

তুমি দাঁড়িয়ে থাকো অনন্ত

ওই আকাশে ওই গাঢ় নীলাভ শূন্যতা

চেয়ে দেখুক

তোমার উন্নত উন্মুখ বক্ষ

তোমার বুভুক্ষ যৌনতা।