উদভ্রান্ত চেতনার গলাটিপে ধরে
দুষ্ট অনুভূতির অন্তরালে
তোমার ঘন শ্যামলিমা সুন্দরতায়
প্রতিবিম্ব আঁকে এক শিল্পি।
তোমার কপালের ওই কালো তিলক
তোমার পবিত্রতার এক অনিমেষ
অনিন্দ স্বাক্ষর হয়ে থাকে।
রং তুলি আর এক শিল্পী
তোমার ছবি আঁকে
ঘন কালো মেঘের পট ভূমিকায়।
এক সূর্য আড়ালে বসে কাঁদে
তার উজ্জলতা কমে গেল বুঝি?
এক আকাশ মলিন হয়ে ভাবে
কিছু নীল হারিয়ে গেল বুঝি?
এক হৃদয় শুধু হাসে-
আরো কিছু লাল নিলে না, ওগো শিল্পী।
তোমার ঘুমন্ত চোখে কোন স্বপ্ন সুখের
গায় অহংকার
তোমার অবয়বে কোন তুলির টানে
এমন স্নিগ্ধতায় ভরে উঠে প্রিয়তমা।
লাল আর সবুজের এমন ছড়াছড়ি
তোমার সর্বাঙ্গে
আগেতো দেখিনি কখনো।
তোমার লাজুক সভ্যতার
প্রতিচ্ছবি আঁকে এক শিল্পী
উদভ্রান্ত চেতনার গলাটিপে ধরে।