ধুপছায়া


তোমার প্রতিক্ষায় এ পথ চাওয়ার শেষ বেলায়

আকাশ কালো মেঘে ছেয়ে গেলো হঠাৎ।

এক পশলা বৃষ্টি

স্নিগ্ধতায় ভরে দিলো এই উত্তপ্ত পৃথিবীর বুক।

দিনের আলো ম্লান হতে এখনো অনেক বাকী

অথচ গৌধূলীর আবছা আঁধার

                             দু`চোখের পাতায়।

 

ক্লান্তি অথবা অবসাদ

তবু এক প্রত্যাশা জেগে থাকে

অনন্ত প্রতীক্ষায়-

`এক মুঠো রোদ্দুর অনেক বৃষ্টি পরে`।

বহু দূর থেকে ভেসে আসে

এক অস্পষ্ট আর্তচীৎকর

কাছে থেকে শোনা গেলো না

বিরাট এক অট্টহাসির সোরগোলে।

মূহুর্ত বদলে গেলো মূহুর্ত

শুধু ঐই আকাশটা বদলালো না

এতোটুকুও।

রোদ উঠলো না -এতো বৃষ্টির পরেও।