হে আমার শতাব্দী


হে আমার শতাব্দী
ড. পল্টু দত্ত

হে আমার শতাব্দী
তোমার বিরুদ্বে আমার কোন অভিযোগ নেই
তুমি আমার যোগ্য পরামর্শদাতা এবং স্রষ্টা
তুমি ফলপূর্ন বাগান এবং আমি তার একটির প্রানরস
তুমি পৃথিবীর একটি গান এবং
আমি তার কয়েকটি স্বরগ্রাম।

হে আমার শতাব্দী
তুমি এক অলৌকিক কারিগর
তুমি প্রতিটি সময়কে ঠেলে দিতে পার বিস্ময়তায়
তুমি পুরাতন জীর্নতাকে নির্বাসন দিয়েছ ধূলোয়
এবং আমাদের করেছ আরো অধিক বীর্যবান
এবং সহিষ্ণু।

এক সুন্দর গোধূলীর আশ্বাস দিচ্ছ তুমি,
যদি নতুন প্রকৌশলবাদের মরিচীকা পেরিয়ে যেতে পারি
যদি পুঁজিবাদী আমলাতন্ত্রের মরিচীকা পেরিয়ে যেতে পারি।
তুমি গুরু এবং আমি ছাত্র
তাবৎ পৃথিবীর অভিগ্যান ঘেঁটে ঘেঁটে
তুমি হয়েছ প্রাগ্য
এবং আমাদের বিবেক ও বুদ্ধিকে করেছ পরিনত।

হে আমার শতাব্দী
তুমি নারীর প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছ
উচ্চস্বরে আমরা তার প্রশংসার গান গাই
পৃথিবী সুখী এবং সুন্দর হতে পারে
যেখানে নারী স্বাধীন এবং সুন্দর।