এইতো সময় যুদ্ধে যাবার


আর কতোকাল থাকবে বসে

চুপটি করে কবোট যেমন

এবার উঠো চক্ষু খোল

কদম ফেলো জোরছে জোর

এইতো সময় অস্ত্র ধরার

যুদ্ধে যাবার যুদ্ধ করার

উর্ধ করো মুষ্ঠি এবার

অগ্নিগর্ভ শৌর্য বীর।

 

বিরান মাটির এ দেশেতে

জ্বলছে আগুন দারুন দহন

ধুসর চোখের মানুষগুলোর

রক্ত ঝরে দিন প্রতিদিন

দুঃসময়ের দেয়াল বেয়ে

গড়গড়িয়ে উঠছে সাপ

অহর্নিশী কাটছে ছোবল

জোসনা রাতের বিষন্ন ভাব।

 

প্রতিদিনই মরছে মানুষ

চাকার পিঠে চাকুর ঘায়ে

কথায় কথায় জ্যান্ত মানুষ দিচ্ছে কবর-

ধর্ষিতা বোন ঝুলছে গাছে

কতো মাকে শূন্য করে

বেকার যুবক দিচ্ছে ফাঁসী

নরহামেশাই নরবলী

হচ্ছে মানুষ এ শহরে।

 

বাঁচার কথা বলতে গেলেই দারুন বিপদ

সত্য-ন্যায়ের পথ চলাতে দারুন বিপদ

প্রতিবাদে গর্জে উঠা দারুন বিপদ

এই শহরে চলতে গেলেই হুচট খাবে

ডানে বায়ে চতুর্দিকেই হল্লা করে মূত্যু নেশা।

 

কালনাগিনী অট্টহাসে

বীরজনতা মরছে বৃথাই

ষন্ডা-পান্ডার এই রাজত্বে।

 

বিরান মাটি শস্য নেই

কৃষক ঘরে তাই হাহাকার

ফ্যাক্টরীতে ঝুলছে তালা

শ্রমিক মজুর উঠছে রোষে

লক্ষ মানুষ করছে মিছিল

অত্যাচারের প্রতিবাদে

শহর গেরাম উঠছে ফুসে

ভাত কাপড় আর বাঁচার দাবীতে

আর দেরী নয় এইতো সময়

যুদ্ধে যাবার যুদ্ধ করার।