আকাশ যখন গভীর মেঘে
ঢাকা ছল দীর্ঘ সময়
তখন আমর কষ্ট হতো
এক ফোঁটা রোদ পাওয়ার আশায়।
হঠাৎ যখন দমকা হাওয়ায়
ঝড় উঠতো প্রবলবেগে
চার দেয়ালের জীর্ন কটির
উঠতো কেঁপে থরো থরো
তখন আমর কষ্ট হতো
সূর্যটাকে দেখার নেশায়।
অনেক শেষে রোদ উঠলো
কৃষ্ণচূড়ার রংটি নিয়ে
অনেক আশার শেষ বিকেলে
সূর্যটকে দেখবো এবার
তার বদলে দূর পাহাড়ে
রাখতে হলো হৃদপিন্ডকে
এখন আমার কষ্ট নতুন
হৃদপিন্ডহীন বাঁচবো কেমন।
অনেক গভীর দুঃখ শেষে
সূর্য পেলাম চোখের সীমায়
কিন্তু একি দেখছি আমি
পান্ডূরতা বিছায় ছায়া
এখন আমার কষ্ট অনেক
কি নিয়ে আর বাঁচবো বলো?