মানুষের ভেতরে আরেকটি মানুষ


দুয়ারে দাঁড়িয়ে অতন্দ্র প্রহরী

সদা সতর্ক দু`চোখ বারুদে ঝলসে উঠে

মানুষের ভেতরে আরেক মানুষ

অবক্ষয়ের অপেক্ষায় অপেক্ষমান।

পঞ্চ ইন্দ্রিয় জেগে থাকে সরাক্ষন

রোদ বৃষ্টি হাসি-কান্নার পৃথিবী

আপন গতিতে ঘুরতে থাকে সারাক্ষন

মানুষের ভেতরে আরেক মানুষ জেগে উঠে

আতংকে অথবা কৌতুহলে কে জনে।

রাজপথে সাপ, বাঘ আর গরুরা

এক সাথে চলে বেড়ায়

ফুটপাতে মানুষ হাঁটে

জীবন দিয়ে জীবনের বেচাকেন চলে।

দ্বন্দ, ভালোবাসা, সম্পর্ক

এ সবের কোন সঙ্গা নেই

পরিচয়হীন তরু-পল্লব সরীসৃপের মতো

মনুষত্বের দেয়াল বেয়ে উপরে উঠে।

মানুষের ভেতরে আরেক মানুষ

মুচকি হাসে

দুয়ারে দাঁড়িয়ে এক প্রহরী

তাকে পাহারা দেয়।