ছিঃ ছিঃ এ কেমন গন্ডগোল


ছিঃ ছিঃ এ কেমন গন্ডগোল?

আজব দেশের আজব মানুষ

ঘোলের নেশায় সবাই বেহুঁশ

শুনছে না কেউ কারো কথা

মানছে না কোন মানবতা

আগে আগে চলছে হুতুম

মারছে শুধু বোল

পাছে যে তার লক্ষ পেঁচা

করছে রে সোরগোল

ছিঃ ছিঃ এ কেমন গন্ডগোল।

 

ছিঃ ছিঃ এ কেমন গন্ডগোল

চলছে হাতী রাজার দুলাল

তাক ধিনাধিন বাজছে যে তাল

নৃত্য করে কয় শকুনি

তালেতে মশগুল

ছিঃ ছি এ কেমন গনবডগোল।

 

ছিঃ ছিঃ এ কেমন গন্ডগোল

ঝড়ছে পাতা, ঝড়ছে যে ফুল

গাছগুলো হায় শুন্য দেখি

উন্মাদনার গনতন্তের

চলছে খেলা দিক বিদিকে

বসন্ত নয়, লাঞ্চিত শীত

সবকিছুই হায় লাগছে মেকী

তবু আমি ভাবছি বসে

অংকুরের জয় হবেই হবে

পড়ছে মনে সংগ্রামীদের

তাপ দিয়েছে হিম জীবনে।

সবুজ বাদের দমকা হাওয়ায়

উন্মাদেরা সব পালাবে।

ছিঃ ছিঃ এ কেমন গন্ডগোল

সব শকুনি কেমন দেখ খুশিতে মশগুল!