স্বপ্ন-ঘুমের ঘোরে বেঘোরে


মুক্ত হলে পাখির মতো উড়ে যাও

শীত এসেছে, উড়ে যাও মেঘ

শীত পড়েছে, ঝড়ে পড়ো পাতা

ডানা মেলে উড়ে যাও মেঘ

আমি পেয়ালায় নরম সিমের মতো রোদ্দুর নিয়ে বসেছি

মা অসুস্থ বলে অনেককাল বঞ্চিত থেকে আজ আমি

অনাহারী আহরে বসেছি।

দেখছো না আর মাটির বুকে আমার সিদ্ধা মাতা

বুকের গহীন চিরে আমার হারানো শৈশব

বাঁশ পাতার মর্মর থেকে কুড়িয়ে আনা মেঘমালার

আনন্দ দেখছে আমার শৈশব হারানো ঘুঘুর ডাক

সবুজ ধানের মাঠ পেরিয়ে, চলে যাও মেঘ

গাভীন ধানের কিড়া, আমি চিলে কাটা ঘুড়ির

সূতো ছেড়া ডাংগুলি হাতে বসে আছি,

আমি আকাশে উড়িয়ে দেব আমার শৈশবের দিনগুলো।

বান ডাকুক নদীর বুকে দুকুল ছাপিয়ে উঠুক পথ-জনপদ

এই মরচেপড়া কাঠামো ভেঙ্গে বেড়িয়ে আসুক সময়

রাত্র্রি শেষে ভোরের ভেলায় চড়ে-বিহান আলোয়।