নদীকে বিষন্ন হতে দিওনা


নদীকে বিষন্ন হতে দিওনা

নদীরা বিষন্ন হলে কবিও বষন্ন হবে

ডায়েরীতে তার লেখা হবে না

                        একটি কবিতাও আর।

 

নদীকে বিষন্ন হতে দিওনা

নদীরা বিষন্ন হলে পাখিও বিষন্ন হবে

এক লহমায় থেমে যাবে

সারা পৃথিবীর তাবৎপাখিদের

অপূর্ব কন্ঠর সুরশ্রী সংগীত।

 

 

নদীকে বিষন্ন হতে দিওনা

নদীরা বিষন্ন হলে

পাখিরা বিষন্ন হবে-পৃথিবী বিষন্ন হবে।

বাউলের একতারা

ঝর্নার কলতান-কিংবা রাখালের বাঁশী

মাঝি মাল্লার সারি গান থেমে যাবে

রেডিও টিভিতে সিনেমায় অর্কেষ্ট্রায়

সভা সেমিনারে

এন্টিউশের মৃত্যুর অশনী সংকেত ঘোষিত হবে

শুরুহবে সভ্যতায় বন্যতা।

 

নদীকে বিষন্ন হতে দিওনা

পাখিকে বিষন্ন হতে দিও না

নদীরা বিষন্ন হলে পাখিরাও বিষন্ন হবে

কবি-সাহিত্যিক-সংবাদিক-রাজনীতিবিদ-আইনজীবি

ছাত্র-জনতা সবাই বিষন্ন হবে

দোহাই তোমাদের নদীতে দিওনা বাঁধ

পাখিকে গাইতে দাও তার স্বভাবজাত গান।

 

নদীকে বিষন্ন হতে দিওনা

নদীরা বিষন্ন হলে পাখিও বিষন্ন হবে

আর স্বামীহীন বিত্তহীন সাত সন্তানের জননী

মরিয়ম কাঁদবে

                        কাঁদবে

                                    কাঁদবে।

 

নদীকে বিষন্ন হতে দিওনা।