নীল আকাশের বুক ছুঁয়েছে কোন ফাগুনের মেলা?
চঞ্চল মন সুর তুলেছে বনস্পতির দোলে
কোন সে ভ্রমর নাচ তুলেছে দোলন চাঁপার কোলে?
আকাশ বলছে মেঘ আসছে
বাতাস যেন মন্দিরা লয়
নদীর বুকে দুধ সাদা জল, ঘাস-ফরিংএর খেলা।
নীল আকাশের বুক ছুঁয়েছে কোন ফাগুনের মেলা?
না বলা সব কথাগুলো রাখছি পোষে যত্ন করে
কোন সে আশার স্বপ্নগুলো বাঁধন ছাড়ে ধলপ্রহরে
পাখিরা সব সুর তুলেছে
ভাসছে মেঘের ফালি
মন বলছে আসবে তুমি অস্তরাগে সাঁজবেলা
নীল আকাশের বুক ছুঁয়েছে কোন ফাগুনের মেলা?