শ্রাবস্তীর ভলোবাসা যেখানে পাই


বাটলীহিলে দাঁড়িয়ে একদিন সূর্যাস্ত দেখেছিলাম

আপেল টাওয়ারের পাশে দাঁড়িয়ে দেখেছিলম পৃথিবীর বিশালতা

টাওয়ার ব্রীজে দাঁড়িয়ে দেখেছিলাম পূর্নিমা রাতের সৌন্দর্য

কিন্তু সূর্যাস্তের রুপ

            পৃথিবীর বিশালতা

                        কিংবা

                        রাতের সৌন্দর্য

কোনটিই মুগ্ধ করেনি আমাকে

যেমন মুগ্ধ করেছিলো তোমার কাজল কালো চোখ

বিনোদো বেনী, হাঁসির জলসিড়ি কিংবা কপালের চাঁদ টিপ

তুমি সুন্দরের চেয়েও আরো সুন্দর

তুমি বিশালের চেয়েও আরো বিশাল।

 

কমলের গন্ধ যখন ভেসে এসেছিলো, জাগিনি

ভরা পূর্নিমার চাঁদ যখন মধ্য আকাশে, জাগিনি

অথচ তোমার বনলতা কেশের জলজ ঘ্রানে

যুদ্ধ ফেরা সৈনিকের মতো গভীর ঘুম থেকে

জেগে উঠেছিলাম কি পরম আনন্দে।