চাই আজ দ্রুপদীয় ভালোবাসা


চাই আজ দ্রুপদীয় ভালোবাসা

যা সমুদ্রের মতো বিশাল, উদ্ভাসিত এবং নান্দনিক

শব্দহীন, প্রগাঢ়, গন্ধকমলের মতো সুভাষিত

অলকানন্দার বলাকা জলে, ঘাস-ফড়িং এর খেলা।

ভালোবাসা কখনো গ্রন্থিল এবং স্বরযুক্ত

আবার কখনো বা নিঃশব্দ,

ধলপ্রহরের শেষ চন্দ্রিমার আলতো হাসি।

স্বরযুক্ত ভালোবাসা উপরিগত এবং অগভীর

চাঞ্চল্য হীন, অসুরা কাল বৈশাখীর মেঘলা আকাশ।

উচ্চারিত শব্দের কোন গভীরতা নেই

শব্দহীনে আছে প্রান, প্রগাঢ়ত্ব এবং প্রজ্ঞা।

 

সত্যিকারের ভালোবাসা আর দ্রোহ নেই যেখানে,

সেখানে শুধু শব্দের প্রচারনা আর প্রসার

শব্দ দুষনে ভালোবাসা আজ ভয়ানক অসুস্থ

বিবর্ন পান্ডূর আর নিষিদ্ব পল্লীর তৃষ্ণার্ত চোখ

ভালোবাসা যেন আজ রোদেলা দুপুরে

কেনা-বেচার পন্য, বৃদ্ধের দীর্ঘশ্বাস কিংবা কোন শাস্ত্রীয় আচার।

তাই, চাই আজ শব্দহীন দ্রুপদীয় ভালোবাসা

যা পয়োধীর জলে ডুব দেয়া মধ্যরজনীর পূর্নিমার চাঁদ

আফ্রিদিতীর সজলা চোখ

মেঠো পথ ধরে খালি পায়ে হেঁটে চলা

কিংবা ফাল্গুনী ভোরে ঘাসের শিশিরে মৃদু সমীরের খেলা

কেননা দ্রুপদীয় ভালোবাসা সুরেলা, শান্তিময় এবং শব্দহীন।