রাতের আকাশে যখন, তারারা ঝিকিমিকি করে
মৃদু মন্দ বাতাসে জোস্নায় জোনাকিরা উড়ে
আমি কান পেতে শুনি মিষ্টি সুরের প্রতিধ্বনি
হৃদয় গহীনে আমার বয়ে যায় তোমার ভাষার কিঙ্কিনি।
তোমার হাসিতে ঝরে, সুন্দরের সুর, বিশুদ্ধ এবং সত্য
সংগীতের মতো দোলা দিয়ে যায় আমার হৃদয়ে নিত্য
আকাশকে রাঙিয়ে দেয়, একটি লালিত আনন্দ
তোমার চোখের ভাষায় আমি খুঁজে পাই জীবনের ছন্দ।
আমরা হেঁটে চলি হাত হাত রেখে, জীবনের বাঁকানো পথে
চীল-শালিকের দেশে, কোন এক ধলপ্রহরে, শিশিরের সাথে
সমুদ্রের গভীরতা দেখি তোমার চোখে শ্রাবস্তীর ভালোবাসা
অভয়ারণ্য যেন, ফিরে পাই জীবনের সব হারানো ভাষা।
তোমার অবয়বে আমি খুঁজে পাই সমুদ্রের বিশালতা
আত্মার আনন্দ, ধ্রুপদীয় সময়, বেঁচে থাকার নির্ভরতা
জীবনের নম্রদায় ভেসে চলি হংস-মিথুন, স্পন্দিত হৃদয়
জেগে উঠে আধাঁর শেষে প্রতিদিন চির সবুজ নতুন সূর্যোদয়