কন্ঠের দুরন্ত উচ্ছ্বাসে, রাতের জোসনার আলিঙ্গনে
ঝিলমিল লক্ষ তারার মেলা বসেছে আজ
ভালোবাসারা পাখা মেলে বিশাল অম্বরে ছোঁয়া
আমার হৃদয়ের আকাশে উঠেছে জেগে
তোমার নামের চন্দ্রিমা গভীর মমতায়।
কোন এক নীরব মুহূর্তে রোদেলার কান্নায়
কেঁপে উঠে যখন গাছের পাতারা তির তির করে
তোমার আঁখিতে ভেসে উঠে অযুত তারার দ্যুতি
ক্লান্তির জীবন হেঁটে চলে উদ্যত পায়ে ভোরের সকালে
রাতের বুক ঢেকে যায় তুহিন কুয়াশায়।