তোমার আমার ভালোবাসা উড়ছে দেখ দখিন হাওয়ায়
সুর তোলেছে প্রানের দোলায় যোজন দূরে নিযুত তারায়
চিল-শালিকের ধানের দেশে বসত করি বিলের ধারে
চাঁদের বুকে গা ভাসিয়ে ভিড়ছে তরী নদীর পাশে ঝিলের পারে।
তোমার কথায় বৃষ্টি ঝড়ে সুরের বীনা সুর তুলে যায়
রং ধরেছে বন-বনানীর,অস্তপারের সন্ধ্যাতারায়
মনটা কেমন করছে খেলা অন্যরকম ভালোবাসা
তোমার সাথে বাঁধবো বাসা, বুকে লাগছে দারুন তৃষা।