আমার বাড়ী বসত করে তোমার চোখের গভীর জলে
স্বাধীন আমি হেঁটে চলি শিশির ধোয়া দূর্বা ঘাসে মন হরষে
তোমার ছোঁয়ায় সুরের বীনা সুর তুলেছে কোন সকালে
আমার প্রানের প্রজাপতি চলছে উড়ে নীল আকাশে।
আমার বাড়ী বসত করে তোমার চোখের গভীর জলে
স্বাধীন আমি হেঁটে চলি শিশির ধোয়া দূর্বা ঘাসে মন হরষে
তোমার ছোঁয়ায় সুরের বীনা সুর তুলেছে কোন সকালে
আমার প্রানের প্রজাপতি চলছে উড়ে নীল আকাশে।