তোমার বনলতা চুল মেঘের মত কালো
চাঁদের আলোয় ঝরে তাজমণি জল।
শীতের বাতাসে দোলে তারা বোনা ফুল
আকাশের নীলে যেন ঝলমল করে সোনা।
তোমার চুলে উড়ে যায় চন্দ্রিমার ঝিকিমিকি
গৌধুলীর সুর, সৌন্দর্যের অভিমান।
শ্রাবস্তীর প্রেম বন্ধুত্বে বাধা কমলিকা যেন
অলকানন্দার বুকে শুভ্র পয়োধীর জল।
তোমার চুলে খুঁজে পায় বৈকুন্ঠী মন স্বপ্নের ঘর
শুনি দিন রাত অর্ফিয়ুসের বাঁশী আকাশের নীল।
প্রানের ভেতর গেয়ে উঠে ভোরের পাখি উৎপল হরষে
নম্রদার জলে যেন মৃদু মন্দ বাসন্তী বাতাস।