ঢাকার এক মেঘলা সকাল


একটি মেঘলা সেপ্টেম্বরের সকাল ঢাকা শহরে,
প্রভাতের কোমল আলোয় ঢাকা যেন মুগ্ধ মেঘের আঁচলে।
নির্জন রাস্তায় বাদল দিনের গন্ধে ভাসছে বাতাস,
চিরচেনা নগরী আজ যেন এক রহস্যময় স্বপ্নে রূপান্তরিত।

 

বৃক্ষরাজির পাতায় ঝরে পড়া শিশিরের স্পর্শ,
মৃদুমন্দ হাওয়ায় কাঁপছে পথের ধূলিকণা।
নদীর ধারে দূর থেকে ভেসে আসা আজান,
একটি সুরের মায়ায় মিশে যাচ্ছে ভোরের নীরবতায়।

 

পাখিরা জাগছে ধীরে ধীরে, তাদের ডানার আওয়াজে,
শান্ত শহরে যেন এক নতুন দিনের সূচনা।
ঢাকার এই মেঘলা সকাল,
নবাব সাহেবের মনের কোণে এনে দেয় প্রাচীন কাব্যের ছোঁয়া,

 

প্রতিটি মূহুর্তে লুকিয়ে থাকে অগণিত গল্প,
যার প্রতিটি পাতায় লেখা থাকে ইতিহাসের মায়াবী কথা।

এই ধোঁয়াশা ভেজা সকাল, যেন স্মৃতির গভীরে জেগে ওঠা কোন সুর,
ঢাকার আকাশে ভেসে থাকা মেঘেদের মাঝে,
নবাব সাহেবের হৃদয়ে ছুঁয়ে যায় এক অভিজাত শান্তি।