অতীতের পথচলা আজও আমায় খুঁজে পায়,
মনে পড়ে সেই রূপোলি বিকেলগুলোর গল্প
আলোর ছটায় মিশে যাওয়া বন্ধুত্বের হাসি,
শৈশবের মাঠে ছুটে চলা স্বপ্নের দোলা।
বেঁধে রাখা যায়নি যে মুহূর্তগুলো,
তারা যেন দুঃখের সুরে বাজে অবিরত,
আমার মনকামনা, স্মৃতির ঝড়ে হারায়,
বেদনার রঙে রঙিন হয়ে যায় প্রতিটি প্রহর।
তোমার ছায়া আজও আঁকা আছে চোখের কোণে,
যেখানে তুমি হাসতে, আজও ভাসে তোমার ছোঁয়া,
মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
শীতের রাতে তোমার সাথে কাটানো গোপন কথারা।
অতীতের ছায়ায় ভিজে যায় এ মন,
প্রতিটি স্মৃতি যেন একেকটি ভাঙা মুদ্রা,
কালের গর্ভে বিলীন হয়ে যায়, তবু থেকেও থাকে,
তোমার নিঃশ্বাসের মতো, অনুভবের মতো কাছে।
স্মৃতিরা কি ফিরে আসে? নাকি তারা থেকে যায় দূরে?
বেদনার আকাশে তারা ঝরে পড়ে একা,
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
মনে পড়ে যায়, মনে পড়ে যায়, অবিরত।