রক্তের আকাশে মেঘ জমেছে ঘন,
অধিকারহীন বুকে বিদ্রোহের আগুন।
প্রতিবাদে মুখরিত হলো তরুণ-তরুনী,
বুকের মধ্যে জ্বলে উঠলো বিপ্লবের ধ্বনী।
গোধূলির ছায়া ডুবে গেছে হঠাৎ,
তবু রেখে গেছে স্মৃতি, নিঃসঙ্গ বারান্দা।
যে রাজপথে বয়ে গেল রক্তের স্রোত,
সেখানে দাঁড়িয়ে আছে ইতিহাস, নীরব প্রশ্নবাণ।
কত তরুণের প্রাণ গেলো হায়?
তাদের স্বপ্ন আজও বাতাসে ভাসে,
শহীদের নামে লেখা হলো নতুন ইতিহাস,
দেশ মাতার বুকে বেদনার ঘোরে।
এখনও আকাশে বাঁচার আলোক,
দেশমাতার মুখে ভাসে হাসির ঝিলিক।
নতুন ভোরের অপেক্ষায় রাত পোহায়,
শহীদের রক্তে লেখা স্বাধীনতার ছন্দ।
এই মাটি, এই আকাশ, এই দেশের প্রাণ,
তারা দাঁড়িয়ে আছে দৃঢ় প্রতিজ্ঞায়,
একটি নতুন দিনের আহ্বানে,
যেখানে রক্তের চিহ্ন থাকবে না কোনো আর।
বিদায়, দুর্নীতি, বিদায়, স্বৈরাচার,
এবার নবজাগরণে উঠুক বাংলার জয়ধ্বনি।
স্বাধীনতার আলোর পথে,
এই দেশ হবে স্বাধীন, সত্যিকার।